Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টারঃ

1.       ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানি সম্পদের জরিপ, অনুসন্ধান ও তথ্য সংগ্রহকরে ডাটা ব্যাংক প্রতিষ্ঠা করা।

2.      জাতীয় পর্যায়ে পানি সম্পদ উন্নয়ন সংস্থা সমুহের সাথে ডাটা ও তথ্য বিনিময় করা।

3.     সেচ দক্ষতা দৃদ্ধির লক্ষ্যে ‘‘Command area Development’’ কার্যক্রম (ভূ-গর্ভস্থ ও ভূ-পৃষ্টস্থ সেচ নালা নির্মান সহ বিভিন্ন ধরনের সেচ অবকাঠামো নির্মান) পরিচালনা।

4.       কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহারের পরামর্শ প্রদান।

5.      উচ্চ ফলনশীল জাতের ফসল উৎপাদনে সেচ আবাদে প্রয়োজনীয় সেচ সুবিধা সহ পরামর্শ প্রদান।

6.      সেচের পানি ব্যবহারে অপচয় রোধে প্রযুক্তি সহায়তা প্রদান ও ব্যবহারিক পরামর্শ প্রদান।

7.      সেচ যন্ত্র পরিচালনা করে স্বল্প বিদ্যুৎ খরচ করে সবের্বাচ্চ সেচ সুবিধা সৃষ্টি করা।

8.      সেচ যন্ত্র মেরামতে কারিগরী সহায়তা প্রদান।

9.      সেচ যন্ত্র ব্যবহারে কৃষক/সেচ যন্ত্র পরিচালনাকারীদের মাঠ পর্য্যায়ে প্রশিক্ষন প্রদান।